আনছারও ভিডিপির প্রত্যেক সদস্যদের যে নাম বা উপাধিতে সম্বোধন করা হোকে না কেন তারা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ)
অধ্যাদেশ ১৯৮৩ এর তফসিল-১ এর ২য় অংশে বর্ণিত ক্ষমতা প্রয়োগ করবেন এবং কর্তব্য পালন করবেন।
আনছারও ভিডিপির দ্বায়িত্ব ও কর্তব্য নিম্নরূপঃ
১) দিনে ও রাতে ইউনিয়নের পাহারা ও টহলদারী করা।
২) অপরাধের সংগে সংশ্লিষ্ট সকল বিষয় ও অনুসন্ধান ও দমন করা এবং অপরাধীদের গ্রেফতার করতে সাধ্যমত পুলিশকে সহায়তা প্রদান করা।
৩) ইউনিয়নের খারাপ চরিত্রের লোকদের গ্রতিবিধি লক্ষ্য করা এবং প্রতি মাসে উপজেলা ভারগ্রাপ্ত কর্মকর্তাকে অবহিদ করা।
৪) ইউনিয়নে নিম্নলিখিত অপরাধ সংগঠন বা সম্পাদনের অভিপ্রায় সর্ম্পকে কোন তথ্য অবহিত হলে তা অনতিবিলম্বে থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা। যেমনঃ
ক) দাঙ্গা-হাঙ্গামা।
খ) গোপনে মৃতদেহ সরিয়ে তথ্য গোপন করা।
গ) কোন শিশুকে বাড়ী হতে বের করে মৃত্যুর মুখে ঠেলে দেয়া।
ঘ) আগুনের কারণে সংঘটিত ক্ষতি।
ঙ) বিষ প্রয়োগ গবাদি পশুর অনিষ্ট বা ক্ষতি করা।
চ) হত্যা বা আত্নাহত্যার প্রচেষ্টা এবং উপরে উল্লেখিত অপরাধ সংঘটন বা অপরাধ সংঘটন করার প্রচেষ্টা।
৫) প্রতি বৎসর বৃক্ষরোপনে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস