সরকারী বিধি মোতাবেক বিভিন্ন সময়ে জারীকৃত পরিপত্রের আলোকে ফি আদায়।
কার্যক্রমঃ
ভূমিমন্ত্রণালয়ের ১৭-১০-১৯৮৮ তারিখের ভূঃমঃ১৫-২৬২/৮৮/২০৪৮ স্মারক ও ভূমিব্যবস্থাপনা ম্যানুয়াল ১৯৯০ মোতাবেক সহকারী কমিশনার (ভূমি), কাজের মধ্যেপ্রধানতঃ যে কাজগুলি লক্ষ্য করা যায় তা হলো রেকর্ড হালকরণ, খাস জমিব্যবস্থাপনা, অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা, সায়ারাত মহালের তথ্যাদি সংগ্রহ, দেওয়ানী মোকদ্দমার তথ্য বিবরণী প্রেরণ, ভূমি উন্নয়ন কর আদায়, সার্টিফিকেট কার্যক্রম পরিচালনা, জরীপ কাজের তদারকি প্রভৃতি। পর্যায়ক্রমে সহকারী কমিশনার (ভূমি), দায়িত্বাবলী নিম্নরূপভাবে উল্লেখ করা যেতে পারেঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস